এসএসসি : ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423804659.jpg)
এসএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হলো। ২০ দলের ডাকা হরতালের কারণে ৮ ফেব্রুয়ারি পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।
একই কারণে ২, ৪, ৮ ও ১০ ফেব্রুয়ারির মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানোর ঘোষণা দেওয়া হয়। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি স্থগিত হওয়া পরীক্ষা। সকালে রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে দেখা যায়, উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা এই পরীক্ষা কবে শেষ হবে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা জানান, আগামীকাল শনিবার ইংরেজি দ্বিতীয় পত্র ও রোববার গণিত পরীক্ষার দিন নির্ধারিত আছে।
শিক্ষকরা বলছেন, এভাবে যদি প্রতি সপ্তাহে মাত্র দুটি করে পরীক্ষা হয়, তাহলে ব্যবহারিকসহ এসএসসি পরীক্ষা গড়াবে এপ্রিল মাস পর্যন্ত। সে ক্ষেত্রে নির্ধারিত এইচএসসি পরীক্ষার কী হবে, তা নিয়েও রয়েছে শঙ্কা।
সারা দেশে ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।