এইচএসসি পরীক্ষার ফল ২৩ জুলাই
চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৩ জুলাই।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগামী ২৩ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন তিনি।
ওই দিন বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে।
এছাড়া স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। মোবাইল ফোনের মাধ্যমেও জানা যাবে ফল।
চলতি বছর গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২৫ মে পর্যন্ত চলা ওই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।