ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন অমিতাভ রেজা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চলচ্চিত্র পরিচালক, বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গতকাল সোমবার ওই বিভাগে যোগ দেন অমিতাভ রেজা।
বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমা নির্মাতা হিসেবে অমিতাভ রেজা দেশে, বিদেশে অনেক সাফল্য অর্জন করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিভাগের শিক্ষার্থীদের ফিল্মের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।’
অমিতাভ রেজা চৌধুরী ওই বিভাগে তৃতীয় বর্ষের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিরেকশন কোর্সের ক্লাস নেবেন।
নিজের ফেসবুকে এ নিয়ে অমিতাভ রেজা লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই , কিন্তু film and television department-এ ছেলেমেয়েদের আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি সেটাই যথেষ্ট হবে। সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।’
প্রচুর বিজ্ঞাপন নির্মাণ করেছেন অমিতাভ রেজা। পাশাপাশি নির্মাণ করেছেন নাটক। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। দেশে ও দেশের বাইরে চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসিত হয়।