অবশেষে নির্ধারণ হলো ঢাবির অধিভুক্ত কলেজ পরীক্ষার তারিখ

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের জেরে নির্ধারণ হলো পরীক্ষার তারিখ। পরবর্তীকালে তা নোটিশ আকারে তাদের জানানো হবে।

স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষা শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর থেকে। এ ছাড়া ৪ নভেম্বর থেকে স্নাতক প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 

গত ১৮ জুলাই অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

তবে অধিভুক্ত কলেজের পরীক্ষার কোনো রুটিন এখনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সতীশ চন্দ্র মজুমদার। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য এখনো আসেনি। তবে বিষয়টি রেজিস্ট্রার জানতে পারেন।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কথা বলেননি।