ইংরেজির কারণে রাজশাহীতে কমেছে পাসের হার

Looks like you've blocked notifications!

গত বছরের চেয়ে এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমার কারণ ইংরেজি। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেশি। 

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ইংরেজিতে ফেল করেছে ২৭ হাজার ৪৬১ জন। গতবার এ সংখ্যা ছিল ১৭ হাজার ১১৩ জন। গতবারের তুলনায় কেবল এক বিষয়েই ১০ হাজারের বেশি পরীক্ষার্থী ফেল করেছে। 

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার জানিয়েছেন, একটি বিষয়ে অকৃতকার্যের হার ২০১৬ সালে ১৪ দশমিক ৭৮ ভাগ ছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৫৪ শতাংশ। 

তরুণ কুমার সরকার বলেন, ‘ছাত্রজীবনের শুরু থেকে ইংরেজি ভাষার প্রতি ভয়ের কারণে এ ফলাফল বিপর্যয় হয়েছে।’ তিনি ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদেরও এ বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। মনের ভীতি কাটিয়ে ইংরেজি শিক্ষার ওপর জোর দিলে শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো করবে।