শিক্ষা সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন জবি উপাচার্য

Looks like you've blocked notifications!

উচ্চশিক্ষা নিয়ে আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

আজ মঙ্গলবার দিবাগত রাত ২টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হবেন  মীজানুর।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ভাইস চ্যান্সেলরস ফোরাম অন ইউনিভার্সিটি ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড’- এর উদ্যোগে ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফর্মিং দ্য হাইয়ার ইজুকেশন এরিয়া অব দি ইসলামিক ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানটি তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো বলা হয়, সম্মেলনে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তসহযোগিতা এবং শিক্ষাসংশ্লিষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে।