রাবির হিসাববিজ্ঞান বিভাগের সম্মিলন ২২-২৩ ডিসেম্বর

Looks like you've blocked notifications!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। 

আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

বিভাগের সভাপতি ও সম্মিলনের উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, সম্মিলনে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের জন্য এক হাজার ৫০০, বর্তমানদের ৫০০ ও অতিথিদের জন্য এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে। এর মধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফরম বিভাগ থেকে সরাসরি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

মাঈন উদ্দীন আরো বলেন, রেজিস্ট্রশন ফি অগ্রণী ব্যাংক রাবি শাখায় জমা দেওয়া যাবে। অ্যাকাউন্ট নম্বর S/B AC No-0200009737733| এ ছাড়া রেজিস্ট্রেশন ফরম ই-মেইলে (alumniaisru@gmail.com) অথবা সরাসরি বিভাগে জমা দেওয়া যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই বছরের জন্য সাধারণ সদস্য পদে এক হাজার টাকা, আজীবন সদস্য পদ পাঁচ হাজার, গোল্ডেন সদস্য ২৫ হাজার টাকা, ডিসটিনগুইসড ডোনার পদে ৫০ হাজার টাকা ও গ্র্যান্ড ডোনার এক লাখ টাকা ফি ধার্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, অধ্যাপক ড. তাজুল ইসলাম, অধ্যাপক ড. সুভাষ চন্দ শীল, অধ্যাপক আবদুল্লাহ আল হারুন ও সহকারী অধ্যাপক মো. সুমন হোসেন।