‘শ্রেণিকক্ষে অশালীন মন্তব্যকারী’ রাবি শিক্ষক চাকরিতে বহাল

Looks like you've blocked notifications!

শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করার দায়ে চাকরিচ্যুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক শাওন উদ্দিনকে সাড়ে তিন বছর পর চাকরিতে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক শাওন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর ৪৫০তম সিন্ডিকেট সভায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন শাওন উদ্দিন। সম্প্রতি হাইকোর্ট তাঁকে চাকরিতে বহালের নির্দেশ দেন। এ সংক্রান্ত নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এলে গতকাল মঙ্গলবার সিন্ডিকেটের বিশেষ সভায় তাঁকে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক শাওন উদ্দিন জানান, গত ২১ জুন হাইকোর্ট তাঁকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আদেশ পাওয়ার পর তাঁকে চাকরিতে পুনর্বহালে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পেলে পুনরায় বিভাগে যোগদান করবেন বলে জানান তিনি।

২০১২ সালের সেপ্টেম্বরে শ্রেণিকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলে শিক্ষক শাওন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।

ওই সময় প্রকাশিত পত্রিকাতে বলা হয়, শিক্ষক শাওন ছাত্রীদের বলেছিলেন, ‘৫০০ টাকায় তোমাদের বাজারে পাওয়া যায়।’ অভিযোগ প্রমাণিত হওয়ায় যৌন নিপীড়ন নিরোধ সেল নৈতিক স্খলনের অভিযোগে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’ অনুযায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর কর্তৃপক্ষ শাওন উদ্দিনকে বরখাস্ত করে।