ছাত্রলীগ নেতার কক্ষের সামনে থেকে ককটেল উদ্ধার

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার ব্খশ হল থেকে আজ রোববার বেলা ১১টার দিকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্কের কক্ষের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘জাগ্রত বিবেক’ নামের একটি আইডি থেকে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্কসহ ১৫ নেতাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

ওই হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে চঞ্চল কুমার অর্কের কক্ষের সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী বিষয়টি তাঁকে জানান। পরে অর্ক বিষয়টি হল প্রশাসন ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে ককটেলটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বলেন, ‘আমার রুমের সামনে ককটেল দেখতে পেয়ে পাশের রুমের এক ছোট ভাই বিষয়টি আমাকে জানায়। পরে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানাই। হল প্রশাসনের সহায়তায় পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।’

অর্ক আরো বলেন, ‘গত কয়েকদিন ধরে আমাকে ফোনে ও ফেসবুকে হুমকি দিয়ে আসছে শিবির কর্মীরা। আমাকে ভয়ভীতি দেখানোর জন্য আমার রুমের সামনে শিবির ককটেল রেখে গেছে। বঙ্গবন্ধু আদর্শের চেতনায় লালিত ছাত্রলীগ শিবিরের এ অপকর্ম রুখে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে।’ 

মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো.তাজুল ইসলাম বলেন, ‘হলের ভেতর থেকে পুলিশ একটি ককটেল উদ্ধার করেছে। হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রক্টরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘মাদার বখ্শ হলে ককটেল পাওয়া গেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাবুব হোসেন বলেন, ‘একটি নিষ্ক্রিয় ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি।’