ঢাবিতে অ্যাকাউন্ট্যান্সি ইন ট্যাক্সেশনের মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মাস্টার্স ইন অ্যাকাউন্ট্যান্সি ইন ট্যাক্সেশন প্রোগ্রাম’-এর ‘এন্ট্রান্স সিরিমনি-২০১৭’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হল মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের উদ্বোধন করেন। এ সময় তিনি ‘মাস্টার্স ইন অ্যাকাউন্ট্যান্সি ইন ট্যাক্সেশন প্রোগ্রাম’-এর ‘এন্ট্রান্স সিরিমনি-২০১৭’ প্রোগ্রামেরও উদ্বোধন করেছেন। 

এ সময় বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।