জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এবার ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫৬ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে দুই হাজার ৩০০ জনের তালিকা প্রকাশিত হয়।
‘সি’ ইউনিটের ভর্তি-সংক্রান্ত কার্যক্রমের তথ্যাদি পরবর্তী সময়ে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) পাওয়া যাচ্ছে।