রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১ অক্টোবর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর। এ ছাড়া ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে গতবারের থেকে এবার তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেওয়া হচ্ছে না। তাই গতবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা এবারও দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।’
আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।