শাবিপ্রবিতে গবেষণা খাতে ২৫ লাখ টাকা দিল পূবালী ব্যাংক

Looks like you've blocked notifications!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উচ্চতর গবেষণার জন্য ২৫ লাখ ও প্রথম ছাত্রী হলের ওয়াই-ফাই ব্যবস্থার উন্নয়নের জন্য আরো দুই লাখ টাকা দিয়েছে পূবালী ব্যাংক। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে এই চেক হস্তান্তর করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্যের কাছে এই চেক দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুল হালিম চৌধুরী।  

সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বার্ষিক চেক হস্তাস্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হিসাব পরিচালক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।