রাবিতে ভর্তিচ্ছুদের আবেদনের রেকর্ড

Looks like you've blocked notifications!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন। 

রাবির এই অধ্যাপক জানান, এবারের ভর্তি পরীক্ষায় তিন লাখ ১৬ হাজার ১২০ জন প্রার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহাল করায় রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছে। 

প্রভাষ কুমার জানান, ‘ক’ ইউনিটের (কলা অনুষদ) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, ‘খ’ ইউনিটের (আইন অনুষদ) ১৬০ আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, ‘গ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৬৬০ আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, ‘ঘ’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৭০টি আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, ‘ঙ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৭৪৮ আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন, ‘চ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৪৩৬টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন আবেদন করেছে। এ ছাড়া ‘জি’ ইউনিটের (কৃষি অনুষদ) ২১২টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, ‘এইচ’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ২৭২ আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন, ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ১২০ আসনের বিপরীতে চার হাজার ৩২ জন, ‘জে’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬৪২ জন এবং ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬২২ জন প্রার্থী আবেদন করেছেন।

রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।