৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুরু হচ্ছে। আজ রোববার সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।
আবশ্যিক বিষয়ের পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর এবং পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশাবলিতে বলা হয়েছে, ২০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে চার ঘণ্টা আর ১০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘণ্টা।
লিখিত পরীক্ষার গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য করা হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে।
প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলা হয়, উত্তরপত্রে নিবন্ধন (রেজি.) নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনোরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।
পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার দিনগুলোতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলা হয়েছে। যদিও এটি বাধ্যতামূলক নয়।
গত বছর ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
চলতি বছর ৬ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন। এই পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।