ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাট্য পরিচালকের

Looks like you've blocked notifications!
এসএম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নাটকের শুটিং চলার সময় চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। নাটকের পরিচালক মঞ্জুরুল আলমের দাবি, শুটিং করার সময় চাঁদা দাবি করেন ছাত্রলীগের নেতারা। চাঁদা না দেওয়ায় তাঁকেসহ দুজনকে এক ঘণ্টা আটকে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

মঞ্জুরুল আলমের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা দাবি করেন। পরে সলিমুল্লাহ হলে নিয়ে তাঁদের এক ঘণ্টা আটকে রাখে ছাত্রলীগ। মঞ্জুরুল আলমের সঙ্গে ছিলেন তাঁর ক্যামেরাম্যান কামরুল ইসলাম। 

নাটকের পরিচালক মঞ্জুরুল আলম বলেন, ‘নাটকের জন্য আমরা জহুরুল হক হলে ও পলাশীর আশপাশে শুটিং করছিলাম। এর আগে আমরা হল প্রশাসন থেকে অনুমতি নিয়েছিলাম। হঠাৎ এসএম হলের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাকে ও আমার ক্যামেরা অপারেটরকে এসএম হলের গেস্টরুমে নিয়ে যায়। সেখানে হলের সভাপতি তাহসান আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে তারা ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দেয়।’ 

অভিযোগের বিষয়টি অস্বীকার করেন এসএম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি কিছু জানি না। আমি রুমে ছিলাম।’ 

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এনটিভি অনলাইনকে বলেন, ‘তাহসান চাঁদা দাবি করেনি। সে জানতে চাচ্ছিল যে, শুটিং করতে তারা কারোর অনুমতি নিয়েছিল কি না।’