আরো দুই বাস পাচ্ছেন বেরোবির শিক্ষার্থীরা

Looks like you've blocked notifications!
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসি বাসটি তিন মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। ছবি : এনটিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে আরো দুটি বাস কিনছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বাস দুটি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরোবিতে দুটি বিআরটিসি বাস উপহার দেন। এর মধ্যে একটি বাসের ইঞ্জিন কয়েক মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। এমন বাস্তবতায় ২০১৬-১৭ অর্থবছরের ৭৬ লাখ ১২ হাজার ৪৫০ টাকা দিয়ে দুটি নতুন বাস কেনা হচ্ছে। এরই মধ্যে ঢাকায় ৫২ সিটের বাস দুটি বেরোবির উপাচার্যকে বুঝিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেরোবিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি বাস। এর মধ্যে একটি বাস (শিমু পরিবহন) ভাড়ায় চালানো হচ্ছে।

ওই পাঁচটির মধ্যে চলতি বছরের আগস্টে পীরগঞ্জ রোডে বিকল হয়ে পড়ে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিআরটিসির বাসটি। ইঞ্জিন বিকল হওয়া বাসটি ক্যাম্পাসে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। তিন মাসেও সেটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র তরিকুল ইসলাম পিয়াল বলেন, ‘যাতায়াতের সময় আমরা বাসে সিট পাই না। দাঁড়িয়ে থেকে চাপাচাপি করে যেতে হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইঞ্জিন অকেজোর অজুহাতে দীর্ঘদিন ধরে একটি বাস ফেলে রেখেছে। এটা পরিবহন পুলের অবহেলা বলেই মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রী সুমি আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বাস যোগ হচ্ছে শুনে ভালো লাগছে। কিন্তু তা নিয়ে এসে যেন আরো দুটি বাস অকেজো করে রাখা না হয়। বাস দুটি দ্রুত শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দিলে অনেক ভালো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দায়িত্বরত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘নষ্ট হওয়ার বাসটি এখনো বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করা হয়নি। তাই ইঞ্জিন বিকল হওয়ায় নতুন করে ইঞ্জিন পরিবর্তন করা যাচ্ছে না।’

নতুন বাস প্রসঙ্গে আমিনুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নতুন বাস দুটি যুক্ত করা হচ্ছে। খুব শিগগির তা যাতায়াতের জন্য দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাঁচটি বাস ছাড়া উপাচার্যের জন্য তিনটি প্রাইভেটকার, শিক্ষকদের জন্য একটি মিনি বাস ও দুটি মাইক্রোবাস, কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে।