পাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন দফায় এ পরীক্ষা অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও শহরের আরো ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। ৯১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৪১ হাজার ৮১ জন। গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত কার্যক্রম আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশাবলী www.pust.ac.bd ও pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।