রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের ১০ মিনিটি পর ‘উধাও’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হওয়ার ১০ মিনিটের মধ্যে ওয়েবসাইট থেকে ফলাফল মুছে ফেলা হয়েছে। এতে ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এর ১০ মিনিট পর ওয়েবসাইটে গেলে ওই ইউনিটের ফল আর খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, প্রকাশিত ফলাফলে ভুল থাকায় তা সরিয়ে ফেলা হয়েছে।
আসিফ ইকবাল নামের এক ফল প্রার্থী শিক্ষার্থী বলেন, ‘আমি মেধা তালিকায় ৭৮০তম হয়েছি দেখে বাড়িতে জানাই। ওয়েবসাইটে দেখে ছিলাম ৫৮.৫ নম্বর পেয়েছি। কিছুক্ষণ পরে আবার ওয়েবসাইটে ঢুকে দেখি সেখানে ফলাফল নেই।’ তিনি আরো বলেন, ‘ওয়েবসাইটের ফলাফলে ১৩ নভেম্বর আমার ভাইভার তারিখ নির্ধারণ করে দিয়েছিল। ফলাফল সরিয়ে ফেলায় আমি এখন সংশয়ে আছি।’
নাঈম নামের এক ফলপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা তো পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার অনেক সময় পার হলেও রেজাল্ট পেয়েছিলাম। কিন্তু পরে দেখি ওয়েবসাইটে আর রেজাল্ট দেখা যাচ্ছে না।’
তাসদিকুর রহমান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের ইচ্ছেমতো ফল প্রকাশ করছে আবার তা মুছে নিচ্ছে। এ রকম নিয়ম অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখিনি। রেজাল্ট পাওয়ার পর আমরা অনেকে বাসায় জানিয়েছি। কিন্তু ওয়েবসাইটে তো এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে না। রেজাল্ট যদি আবার পরিবর্তন হয়ে যায় তাহলে বাসায় কী জবাব দেব?’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্লাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে কলা অনুষদের ডিন এফ এম এ এইচ তাকী বলেন, ফলাফলে কিছুটা ভুল ছিল। সংশোধন করার জন্য ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। পরে পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হবে।