যবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
এই ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯৫৪ জন, বি ইউনিটে ১৬০টি আসনের বিপরীতে ১১ হাজার ৯৫৭ জন, সি ইউনিটে ২০৫টি আসনের বিপরীতে আট হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অংশ নেবে।
আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ইউনিটের, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বি ইউনিটের এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ই ইউনিটের, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডি ইউনিটের এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন : ক্যালকুলেটর (শুধুমাত্র ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্যালকুলেটর আনা যাবে), মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্যকারীকে হল থেকে বহিষ্কার করা হবে।
ভর্তি পরীক্ষার সময় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অসদুপায় অবলম্বন করতে না পারে এ জন্য তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন বলেও জানিয়েছে যবিপ্রবি। সব কটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সরকারি এম এম কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ এবং যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজেও এই পরীক্ষার সিট পড়বে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd এই ঠিকানায়।