৭ কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২ ডিসেম্বরের পরীক্ষা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাত কলেজ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।
২ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে বাকি পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিবলী রুবাইয়াতুল ইসলাম জানান, আগামী ২ ডিসেম্বর ঈদে মিলাদুন নবী উপলক্ষে এ পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে।