রুয়েটে ভর্তি পরীক্ষার ফল ২৭ নভেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে এক হাজার ১১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আজ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েটের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল দেখা যাবে রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়। ‘খ’ গ্রুপের পরীক্ষা (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত শিক্ষার্থী ছিলেন ছয় হাজার ৪৬৪ জন। মনোনীত শিক্ষার্থীর ৯০ শতাংশ অংশগ্রহণ করেছে বলে জানা যায়।
ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।