শাবিপ্রবিতে ভর্তিযুদ্ধ শুরু
সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়সহ নগরীর ৪২টি কেন্দ্রে আজ শনিবার সকাল ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ভর্তিযুদ্ধ।
শনিবার দুপুর আড়াইটা থেকে শুরু হবে বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আবদুল গণি জানান, এই শিক্ষাবর্ষে এক হাজার ৬৮৯টি আসনের বিপরীতে ৫২ হাজার ২৭৯ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। গড়ে প্রতিটি আসনের বিপরীতে লড়বে প্রায় ৩১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রক্টরিয়াল কমিটি। এ ছাড়া যেকোনো জালিয়াতি প্রতিরোধে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা রক্ষা ও পরীক্ষা নির্বিঘ্ন করতে কাজ করবে একটি ভ্রাম্যমাণ দল।
সিলেটে শাবিপ্রবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। পুরোনো ছবি