ইবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

Looks like you've blocked notifications!

ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দিনের প্রথম শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদের হাতে ফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান।

এ সময় সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে দুই হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। পাশের হার ছয় দশমিক ১১ শতাংশ।

ফলাফল হন্তান্তরের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিচুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফলাফল সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।