তরুণদের মধ্যে গবেষণার মনোভাব সৃষ্টি করতে হবে : ঢাবি উপাচার্য

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সমাজ ও দেশের অগ্রগতির জন্য তরুণদের ‍মানসিকতায় গবেষণার মনোভাব সৃষ্টি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘গবেষণা ছাড়া কখনো একটি সমাজ বা দেশের প্রবৃদ্ধি হয় না। গবেষণা সংসদ যেভাবে তার কর্মপ্রয়াস চালাচ্ছে, এই কর্মপ্রয়াসের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার চেতনা নিয়ে আসতে পারবে বলে বিশ্বাস করি।’

ঢাবি উপাচার্য আরো বলেন, ‘খুব বেশি মানুষ গবেষণা করবে, পৃথিবীর কোথাও এ রকম দৃষ্টান্ত নেই। যাদের মধ্যে ক্রিটিক্যাল আউটলুক থাকবে, তারাই গবেষণা করতে পারবে, তাদের মধ্যে গবেষণার চেতনা সৃষ্টি হবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল আউটলুক থাকতে হবে। শিক্ষার্থীদের মানসিক কাঠামোর মধ্যে গবেষণা মনোভাব নিয়ে আসতে হবে। এই ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন তাঁদের গবেষণায় উদ্বুদ্ধ করবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক, ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

তরুণ গবেষকদের উদ্দেশে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘গবেষণা কখনো একা একা করা যায় না। সাহায্য লাগে। সামাজিক উদ্যোগ খুব জরুরি। এ ক্ষেত্রে গবেষণা সংসদের উদ্যোগটি প্রশংসনীয়।’

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, ‘বাংলাদেশ আজকে অনেক উন্নতি করেছে। কিন্তু জ্ঞানের বিকাশ ঘটেনি। জ্ঞান ছাড়া আমরা বিকশিত হতে পারব না। আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আগেও আমাদের অনেক মেধা পাচার হয়েছে। মেধা পাচার বন্ধে আমাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুল সালাম।

অনুষ্ঠানের উদ্বোধন সেশনে উন্নয়ন গবেষণার ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মানিত  অতিথি হিসেবে ছিলেন ঢাবির দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম।

অনুষ্ঠানের তৃতীয় সেশন ছিল তরুণ গবেষকদের সুযোগ ও চ্যালেঞ্জের ওপর বিশেষ সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীষ, ওপেন অ্যাকসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা কনক মনিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রাব্বানী, টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু সায়েদ জুয়েল মিয়া, এটুআই-এর গবেষক (বিসিএস শিক্ষা) রাকিব রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় মডার্ন ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউটের কোরিয়ান ভাষার শিক্ষক শিউলি ফাতেহা, তরুণ গবেষক ও লেখক আরিফ রহমান।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্ষপূর্তি উদযাপন করে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক।