রুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এদিকে দ্বিতীয় দিনের মতো আজও উপাচার্যের দপ্তরের সামনে ৩৩ ক্রেডিট বাতিল করে পূর্বের নিয়ম বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ কর্মসূচি বর্জন না করায় রুয়েট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
রুয়েট উপাচার্য রফিকুল আলম বেগ এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট বাতিল করে আগের নিয়ম বহালের জন্য যে কর্মসূচি পালন করছে তা অযৌক্তিক। তাই জরুরি ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে একাডেমিক কাউন্সিলে বসি।’
রুয়েট উপাচার্য আরো বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বুধবার) শিক্ষার্থীরা ১২টার আগে ক্লাসে গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। কিন্তু ১২টার মধ্যে তারা ক্লাসে না যাওয়ায় গতকালের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে পরীক্ষা চলবে। আন্দোলনকারীরা যেন কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে তাই একাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কবে ক্লাস শুরু হবে- এ ব্যাপারে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’