কালকের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/17/photo-1424176768.jpg)
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে আগামীকাল বুধবারের পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষাটি আগামী ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে গত রোববারের (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় করা হয়। ২০-দলীয় জোট আজ আবার নতুন করে ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানোয় বুধবারের পরীক্ষা পেছানো হলো।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন। এর পাশাপাশি অবরোধ কর্মসূচিও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘এই পরীক্ষা আমরা, দেশের যে সার্বিক বিবেচনা, তাতে ডেসপারেট হলে নিতে পারি। আমাদের অনেক বলেনও, চাপও দেন। কিন্তু আমি মনে করি আমাদের কাছে পরীক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এতে কোনো সন্দেহ নাই এবং সেজন্য চেষ্টা করছি। তার চেয়েও গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা। সেটাকে আমরা কোনোভাবেই ঝুঁকির মুখে কিংবা আশঙ্কার মুখে ঠেলে দিতে পারি না। এই বিবেচনায় অর্থাৎ আমাদের পরীক্ষার্থীদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছেলেমেয়েদের জীবনের নিরাপত্তা এবং তাদের জীবনকে গুরুত্ব দিয়ে, নৃশংসতা বা ঝুঁকির মুখে ঠেলে না দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত আবারও নিচ্ছি। আগামীকালের যে পরীক্ষা ছিল, সেটা স্থগিত করছি। পরবর্তীকালে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠান করব। আর বাকি অন্য কোনো পরীক্ষা যে অবস্থায় আছে সেটা অব্যাহত থাকবে।’ তিনি ২০ দলীয় জোটের কাছে আবারও নতুন করে হরতাল কর্মসূচি না দেওয়ার অনুরোধ করেন।