অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ

Looks like you've blocked notifications!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে তখন ভর্তি পরীক্ষা হয়নি।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও নতুন উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনে সভায় ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। একই সঙ্গে দ্রুত পরীক্ষা নিয়ে ক্লাস চালু করার ওপরও তাগিদ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট এক হাজার ৯৭ আসনের বিপরীতে ৫৪ হাজার ৮০৯ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫০ শিক্ষার্থী। তিনটি ইউনিটে ১৯টি বিভাগে এবারো শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে এক ঘণ্টার ওই পরীক্ষা হবে।