শাবিপ্রবি ও আসাম বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

Looks like you've blocked notifications!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রশাসন ভবন-২ এর সভাকক্ষে শাবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানকার উপাচার্য অধ্যাপক ড. দিলীপ চন্দ্র নাথ। শর্ত অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময় করবে।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্কুল অব ফিজিক্যাল সায়েসেসের ডিন মো. আহমদ কবীর চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, আসাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবজ্যোতি ভট্টাচার্য, শাবিপ্রবির মুহাম্মদ ইশফাকুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।