পাবিপ্রবিতে নতুন উপাচার্য : সকালে নিয়োগ, দুপুরে কাজে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম রোস্তম আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ দেন।
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. রোস্তম আলী দুপুরে আনন্দঘন পরিবেশে উপাচার্য হিসেবে কাজে যোগ দেন। এরপর তিনি বঙ্গবন্ধু হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে এলে তাঁকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বরণ করে নেন। এরপর উপাচার্য উৎসবমুখর পরিবেশে যোগ দেন। এ সময় ট্রেজারার অফিস, রেজিস্ট্রার অফিস, বিভিন্ন ডিন অফিস, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, ছাত্রলীগসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়সহ বিভিন্ন ডিন, চেয়ারম্যান , ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান।
নবনিযুক্ত উপাচার্য ড. এম রোস্তম আলী বলেন, সবার সহযোগিতা নিয়ে অল্পদিনেই এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
ড. রোস্তম আলী ১৯৬০ সালের ১৬ মার্চ পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৬ সালে এসএসসি এবং ঈশ্বরদী কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে ১৯৮২ সালে বিএসসি (অনার্স) ও ১৯৮৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি, জাপান থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
ড. এম রোস্তম আলী কর্মজীবনের প্রথমে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রামে রসায়ন বিভাগের প্রভাষক পদে চাকরি করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯২ সালে তিনি সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। অধ্যাপক ড. এম রোস্তম আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও শাহ মখদুম হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম নির্বাচিত ডিন ছিলেন। তিনি দুই ছেলের জনক। তাঁর স্ত্রী শারমীন আলী একজন গৃহিণী।