রাবি শিক্ষার্থীকে পেটানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ
অটোচালকদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে পিটুনির প্রতিবাদে গণিত বিভাগের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এর আগে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রক্টরের কাছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রায়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসচালক, অটোচালকদের মারধরের শিকার হচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় চালকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করতে কোনো দ্বিধা করছে না। তাই দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যথাযথ পদক্ষেপ চান।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে বিনোদপুর বাজারের উদ্দেশে একটি অটোরিকশায় আসছিলেন রাবি গণিত বিভাগের শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটন। অটোটি তালাইমারী মোড়ে এলে অটোচালক আর সামনে যাবেন না বলে জানান। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে বিনোদপুরে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই অটোচালকসহ সেখানকার আরো কয়েকজন অটোচালক তিন শিক্ষার্থীকে মারধর করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ধরনের হামলার ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এ জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং ঘটনার মূল আসামি মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।