জাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন রাশেদা, আইন অনুষদে বশির

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদ আখতার এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক রাশেদ আখতারকে এবং  আইন অনুষদে ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক বশির আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার রাত ৮টার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এর আগে সমাজবিজ্ঞানের ডিন ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন এবং আইন অনুষদের ডিন ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক।

অধ্যাপক রাশেদা আখতার শিক্ষক সমিতির সহ-সভাপতি, যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের প্রধান এবং ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অধ্যাপক বশির আহমেদ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।