প্রধানমন্ত্রীর ঘোষণায় হামলাকারীদের চেষ্টা ভণ্ডুল হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে  হামলার ঘটনার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ১৪ দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে তাদের এই ষড়যন্ত্র ভণ্ডুল হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো ইস্যু নিয়ে এ ধরনের আন্দোলন হতে পারে। কিন্তু সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন দুর্বৃত্তরা মুখোশ পড়ে ভিসির বাড়িতে হামলা করে। এরা ছাত্র হতে পারে না। এই হামলাকারীরা ক্রিমিনাল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরো বলেন, এ হামলার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে বের করা হবে। এ নিয়ে তদন্ত চলছে। হামলাকারীরা চেয়েছিল আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে। কিন্তু সে চেষ্টা প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ভণ্ডুল হয়ে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য শহীদুল্লাহ শিকদার প্রমুখ।