ভাষা শিক্ষা
টুকটাক ফরাসি শিখুন
নতুন কিছু শিখতে কার না ভালো লাগে। তাই চলুন, ফরাসি ভাষা সম্পর্কে কিছুটা জেনে নিই।
ফরাসি ভাষার ব্যাকরণ রচিত হয়েছে লাতিন ভাষার ওপর ভিত্তি করে। তাই অন্যান্য রোমান ভাষার সঙ্গে এর রয়েছে অনেক মিল। প্রতিটি ফরাসি বিশেষ্য (Noun) হয় পুংলিঙ্গ (Masculine gender), না হয় স্ত্রীলিঙ্গ (Feminine gender)। সুতরাং বিশেষ্যগুলো (Noun) শেখার সময়ই কোনটি কোন লিঙ্গ, তা শিখে ফেলা ভালো। এ ছাড়া বিশেষ্যের একবচন (Singular) ও বহুবচন (Plural)ও হয়। ফরাসি বিশেষণ (Adjective) বিশেষ্যের (Noun) পরে বসে এবং বিশেষ্যের লিঙ্গ ও বচন অনুসারে পরিবর্তিত হয়। ফরাসিতে নির্দিষ্ট ও অনির্দিষ্ট নির্দেশক (Article) ব্যবহৃত হয়। উদাহরণ : un stylo noir (আঁ স্টিলো নোয়াহ); এর অর্থ হলো একটি কালো কলম।
এখানে stylo বিশেষ্যটি একবচন (singular) ও পুংলিঙ্গ বলে ‘un’ এবং বিশেষণ ‘noir’, তাই একবচন ও পুংলিঙ্গ রূপ ধারণ করেছে।
ফরাসি বর্ণমালা (French Alphabet) :
আগেই বলে রাখি, ফরাসির নিজস্ব কোনো বর্ণমালা নেই। ইংরেজি এবং বেশিরভাগ ইউরোপিয়ান ভাষার মতো ধার করা লাতিন কিংবা রোমান ভাষায় লেখা হয়। তাই যাঁরা ইংরেজি জানেন, তাঁদের কাছে বর্ণমালাগুলো ভীষণ পরিচিত লাগবে; পার্থক্য শুধু উচ্চারণে। এই ব্যাপারটা মাথায় রেখে খুব সহজেই শিখে ফেলা যায় ফরাসি বর্ণমালা।
- A - আ
- B -বে
- C - সে
- D - ডে
- E - উ
- F - এফ
- G - জে
- H - আস
- I - ই
- J - জি
- K - কা
- L - এল
- M - এম
- N - এন
- O - ও
- P - পে
- Q - কু
- R - এখ্
- S - এস
- T - তে
- U - ঊ
- V - ভে
- W - ডুব্লু-ভে
- X - ইক্স
- Y - ইগ্রেক
- Z - যেড
ফরাসি সংখ্যা / Le chifre (লো শিফ্ঘ)
0 - Zéro (যেহো)
1 - Un (আঁ)
2 - Deux (দো)
3 - Trois (থোয়াহ)
4 - Quatre (ক্যাথ)
5 - Cinq (সেংক)
6 - Six (সিস)
7 - Sept (সেথ)
8 - Huit (উইথ)
9 - Neuf (নফ)
10 - Dix (দিস)
বোনাস শব্দ
কিছু ফরাসি শব্দ, তার অর্থ ও বাংলা উচ্চারণ শিখে ফেলা যাক।
Bonjour (বোঁজু)- Hello (Formal), Good Morning
Oui (উঁই) - Yes
Non (নঁ)- No
Merci ( মেখসি)- Thanks
S'il vous plaît (সিলভু প্লে)- Please
Désolé (দেজোলে)- Sorry
Bonsoir (বোঁসোয়া)- Good Evening
Bonne nuit (বন নুই)- Good Night
Salut (সালু)- Hello (Informal)
Mademoiselle (মাদমোয়াজ্জেল)- Miss
Madame (মাদাম)- Madame
Monsieur (মসিয়োঁ)- Mister
Excusez-moi (এক্সকুজে মোয়া)- Excuse me
Au revoir (অঘোভোয়া) - Bye