যশোর বোর্ডে পাসের হার ৭৬.৬৪
এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৬৪। আর জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৩৯৫ শিক্ষার্থী।
গত বছর ২০১৭ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৮০.০৪। আর জিপিএ ৫ পেয়েছিল ছয় হাজার ৪৬০ শিক্ষার্থী।
এবার যশোর বোর্ড থেকে মোট এক লাখ ৮৩ হাজার ৫৮৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরই মধ্যে ৯২ হাজার ৪৪৩ জন ছেলে আর ৯১ হাজার ১৪১ জন মেয়ে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে এক লাখ ৪০ হাজার ৬৯৯ শিক্ষার্থী। যাদের মধ্যে ৬৮ হাজার ৮১৭ জন ছেলে ও ৭১ হাজার ৮৮২ জন মেয়ে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪৪ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৮৭।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।