নম্বরপত্র জালিয়াতির দায়ে রাবি শিক্ষকের শাস্তি
নম্বরপত্র জালিয়াতির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের এক শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ৪৬১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যহতি পাওয়া ওই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহ্বায়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য জানান, ফলিত গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রফিকুল ইসলামের গবেষণাপত্রের নম্বর জালিয়াতির অভিযোগ ওঠে অধ্যাপক শামসুল আলম সরকারের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নম্বরপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যাপক শামসুল আলম সরকারকে পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং শিক্ষার্থী রফিকুল ইসলামের স্নাতকোত্তর পর্বের নিবন্ধন বাতিল করা হয়।
জানা গেছে, ফলিত গণিত বিভাগের ওই শিক্ষার্থী ফলিত গণিত বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ২০১১-১২ শিক্ষাবর্ষে তিনি স্নাতকোত্তর পর্বের পরীক্ষা দেন। ওই শিক্ষার্থীর রোল নম্বর ০৮০৬৪১৭০ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৫৬৬।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ড. মু. এন্তাজুল হক বলেন, সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তগুলো লিখিত আকারে এখনো প্রকাশিত হয়নি। রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।
তবে এ ব্যাপারে ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ ছাড়া সিন্ডিকেট সভায় আইবিএস থেকে ইব্রাহিম হোসেন মুনের ভর্তি বাতিল, চারুকলা বিভাগে পাঁচজন শিক্ষক নিয়োগের অনুমোদন, চারুকলা অনুষদ গঠন, বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে নতুন বিভাগের অনুমোদন দেওয়া হয়।