জাবিতে ৪৪ দিনের ছুটি শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ উপলক্ষে ৪৪ দিনের ছুটি শুরু হয়েছে।
আজ শুক্রবার দেড় মাসের ছুটি শুরু হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে ২০ মে থেকে এবং আগামী ২৮ জুনে শেষ হবে এই ছুটি।
দেড় মাস ক্লাস বন্ধ থাকলেও অফিস কত দিন বন্ধ থাকবে, তা পরে জানানো হবে।
এ ব্যাপারে জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘ছুটি ২০ মে থেকে ২৮ জুন পর্যন্ত। তবে আগে-পরে শুক্র ও শনিবার থাকায় মোট ছুটি হবে দেড় মাসের (৪৪ দিন)। একাডেমিক ছুটি দেড় মাস হলেও অফিস বন্ধের তারিখ পরে জানানো হবে।’