ভাষা শিখুন
ফরাসি ভাষার আরো কিছু ক্রিয়া
এরইমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ক্রিয়া être(to be), avoir ( to have), faire (to do) নিয়ে গত পর্বে আলোচনা করা হয়েছে। আরো কিছু ক্রিয়া (Verb) আছে, যা শেখা জরুরি। প্রত্যেক ক্রিয়ারই বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ কাল (Tense) থাকে। এই পর্বে প্রতিটি ক্রিয়াকে শুধু বর্তমান বা Présent (Present tense) ফর্মে conjugate করা হলো।
Aller (আলে, To go)
I go= Je vais (জু ভে)
You go= Tu vais (তু ভে)
He/she goes= Il/ Elle va (ইল/এল ভা)
We go = Nous allons (নুজালো)
You go = Vous allez (ভুজালে)
They go = Ils/Elles vont (ইল/ এল ভ)
Pouvoir (পুভোয়া, to able to/can)
I can = Je peux (জু পু)
you can = Tu peux (তু পু)
He/she can = Il/Elle peut (ইল/এল পু)
We can = Nous puvons (নু পুভো)
You can = Vous puvez (ভু পুভে)
They can = Ils/elles peuvent (ইল/এল পাভ)
Devoir (দোভোয়া, Must/should)
I should = Je dois (জু দোয়া)
You should = Tu dois (তু দোয়া)
He/she should = Il/elle doit (ইল/ এল দোয়া)
We should = Nous devons (নু দুভো)
You should = Vous devez (ভু দুভে)
They should = Ils/elles doivent (ইল/এল দোয়াভ)
Vouloir (ভুলোয়া, To want)
I want = Je veux (জু ভু)
You want = Tu veux (তু ভু)
He/she wants = Il/ elle veut ( ইল/এল ভু)
We want = Nous voulons (নু ভুলো)
You want = Vous voulez (ভু ভুলে)
They want = Ils/elles veulent (ইল/এল ভাল)
Parler (পাহ্লে, To speak)
I speak = Je parle (জু পাহ্ল)
You speak = Tu parles (তু পাহ্ল)
He/she speaks = Il/elle parle (ইল/এল পাহ্ল)
We speak = Nous parlons (নু পাহ্লো)
You speak = Vous parlez (ভু পাহ্লে)
They speak = Ils/elles parlent (ইল/এল পাহ্ল)
এসো নিজে করি
এবার আপনিই বলে ফেলুন ফরাসিতে ‘আমি একটি কলম চাই’ অথবা ‘আমি ফরাসিতে কথা বলে পারি’ কী হবে?