রাবিতে ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট নির্বাচন ১৬ জুলাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/01/photo-1530447286.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে শূন্য পদে সিন্ডিকেট সদস্য নির্বাচন আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মখলেসুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী হচ্ছেন ব্যবসায় শিক্ষা অনুষদের নবনির্বাচিত ডিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. এম হুমায়ুন কবির।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে প্রকৌশল অনুষদের নবনির্বাচিত ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরামুল হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ২৩ এপ্রিল সিন্ডিকেট, সিনেট, শিক্ষক সমিতিসহ ৭০টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।