রাবিতে ‘আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি’ চালু

Looks like you've blocked notifications!
উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন আলাউদ্দিন তালুকদারের স্ত্রী হাসিনা তালুকদার। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ‘আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি’ চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তির সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন আলাউদ্দিন তালুকদারের স্ত্রী হাসিনা তালুকদার।

আলাউদ্দিন তালুকদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন গ্রন্থাগারিক।

প্রতিবছর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়া পাঁচজন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি’ দেওয়া হবে।

ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মোহাম্মদ খালিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ফখরুল ইসলাম ও শিক্ষাবৃত্তি দাতা হাসিনা তালুকদার।

বিভাগের শিক্ষক মো. আরমানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা।