ইবির ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ থেকে ৭ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি, বি ইউনিটের অধীনে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরিয়াহ অনুষদের তিনটি বিভাগসহ মোট ১৩টি বিভাগ, সি ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি এবং ডি ইউনিটের অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ রয়েছে। কমিটির এ সিদ্ধান্ত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পরিষদের (এইউবি) পাঠানো হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক রেজওয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে অনুষদের অধীন একাধিক ইউনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের যেমন ভোগান্তি কমবে, তেমনি ভর্তি পরীক্ষা পদ্ধতিও সহজ হবে।