স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে খুবি শিক্ষকদের কর্মবিরতি
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। এ কারণে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিসিপ্লিনের তিনটি পরীক্ষা স্থগিত করা হয়। একইভাবে কোনো শিক্ষা কার্যক্রমেও শিক্ষকরা অংশ নেননি।
বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসের হাদী চত্বর থেকে প্রতিবাদ র্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে গিয়ে শেষ হয়। এই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সরোয়ার জাহান বক্তব্য দেন।
আহমেদ আহসানুজ্জামান বলেন, ‘শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু এবার বেতন কাঠামোর মাধ্যমে শিক্ষকরা অপমানিত হয়েছেন। যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।’ তিনি দ্রুত শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
গতকাল সোমবার মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। এতে মূল বেতন সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়।