অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবিতে দুইদিন কর্মবিরতির ডাক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে চরম ‘অবমাননাকর, অনভিপ্রেত ও অসংলগ্ন’ দাবি করে এর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাল বুধবার ও পরশু বৃহস্পতিবার দুইদিনের সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার রাতে সমিতির সদস্যদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতির নেতারা।
এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম এমনকি পরীক্ষা গ্রহণ থেকেও নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষকদের এই সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘কটূক্তি’ আখ্যায়িত করে এর জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি।
বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহি সাত্তার রাতে এনটিভি অনলাইনকে বলেছেন, শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যা বলেছেন- তা অনভিপ্রেত ও সংলগ্নহীন। তাঁরা এর তীব্র প্রতিবাদ করছেন। অর্থমন্ত্রীর এই মন্তব্য নিজেকে ‘আমলাদের প্রতিনিধি’ হিসেবে প্রমাণ করেছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বতন্ত্র পে-স্কেলএবং নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে যখন আন্দোলন চালিয়ে আসছে, তখন অর্থমন্ত্রীর সমালোচনা সরকারের জন্য হটকারীতার শামিল বলেও মন্তব্য করেন শিক্ষকরা।
শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচির মধ্যেই আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী ‘দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।’ বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করার পর পরই ফুঁসে ওঠেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘ইচ্ছেমত’ পদোন্নতি দেওয়া হয় বলেও অভিযোগ তুলে বিষয়টিকে ‘করাপ্ট প্র্যাকটিস’ হিসেবে আখ্যায়িত করেছিলেন অর্থমন্ত্রী।