অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে অডিও বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান জিডিটি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, আজ মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইলে একটি অডিও বার্তা পাঠানো হয়। যেখানে প্রক্টর অধ্যাপক রব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গালিগালাজ এবং প্রক্টরকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে প্রক্টর ও সহকারী প্রক্টরদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘সহকারী প্রক্টরের ফোনে একটি অডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে। শাহবাগ থানায় জিডি করা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জিডির বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।