জবিতে ভর্তি আবেদন শুরু ৫ আগস্ট

Looks like you've blocked notifications!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু আগামী ৫ আগস্ট থেকে। চলবে ২৭ আগস্ট রাত ১২ টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ইউনিট-১ (বিজ্ঞান শাখা) ৮২৫টি, ইউনিট-২ (মানবিক শাখা)- এক হাজার ২৭০টি, ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ- মোট ১৫০টি) সর্বমোট দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, ইউনিট-১-এর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর , ইউনিট-২-এর ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর , ইউনিট ৩-এর ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর। এসব পরীক্ষা সকাল ১০টা  থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।