ফল জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষক বহিষ্কার
একাডেমিক পরীক্ষার খাতায় ফলাফল জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে সিন্ডিকেট। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর নামে গঠিত ‘আনোয়ারুল্লাহ ট্রাস্ট ফান্ড’ও বাতিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। সাময়িক বহিষ্কার হওয়া ওই শিক্ষকের নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, পরীক্ষার ফলাফলে জালিয়াতির অভিযোগে সিন্ডিকেট সভায় আইন অনুষদের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সহিদ আকতার হোসাইন। এ ছাড়া বাকি সদস্যরা হলেন অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন।
পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সভায় গত মাসে গঠিত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর নামে গঠিত ট্রাস্ট ফান্ডটি বাতিল করা হয়েছে। আগামীতে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ে আর কোনো ট্রাস্ট ফান্ড গঠিত হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।