সমাবর্তনের দাবিতে জগন্নাথে বিক্ষোভ

সমাবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়।
পরে বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেয়। প্রক্টোরিয়াল টিমের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা কয়েকবার চেষ্টা করেও ফটক খুলতে পারেননি। এমন অবস্থায় প্রশাসনিক ভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
বিকেল ৩টায় ভিসি মীজানুর রহমান প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়িতে বসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা ঘিরে বিক্ষোভ দেখায়। এ সময় প্রক্টোরিয়াল টিমের সদস্যরা উপাচার্যের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলে বিক্ষুব্ধরা একদিনের আলটিমেটাম দেন। পরে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হয়।
‘আমরা সমাবর্তন চাই’ আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেন সমাবেশে বলেন, ‘আমাদের দাবি সমাবর্তনের। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ১৩ বছর হতে চলল কিন্তু এখনো কোনো সমাবর্তন আয়োজন করতে পারেনি প্রশাসন। অতি দ্রুত সমাবর্তনের ব্যাপারে আশ্বাস না পেলে আন্দোলন আরো তীব্র হবে।’
এ ব্যাপারে উপাচার্য ড. মীজানুর রহমান মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘সমাবর্তন করার জন্য বিশাল জায়গার প্রয়োজন। যা আমাদের নেই। তবে এ ব্যাপারে লিখিত কোনো দাবি পেলে বিভিন্ন অনুষদের ডিন ও ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব দিয়ে দেব। তাঁরাই সমাবর্তনের আয়োজন করবে।’