প্রক্টরের গোলে জিতলেন শিক্ষকরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এন আমজাদ আলীর একমাত্র গোলে শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে পরাজিত করেছে।
আজ শনিবার বিকেলে ৫টায় পল্লী কবি জসীমউদদীন হলের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ সফল করতে সর্বাত্মক সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির অধিনায়কের দায়িত্ব পালন করেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া। সাংবাদিক দলের অধিনায়ক ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লালন মাহমুদ।
প্রবল আক্রমণাত্মক ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে প্রক্টর আমজাদ আলীর গোলে এগিয়ে যায় শিক্ষক সমিতি। শেষ পর্যন্ত সাংবাদিকরা গোল পরিশোধ করতে পারেননি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উপাচার্য বলেন, ‘এ খেলার মাধ্যমে শিক্ষক-ছাত্রদের একটি সম্প্রীতি বৃদ্ধি পাবে। যারা এ খেলার আয়োজন করছে তাদের সাধুবাদ জানাই। ভবিষ্যতেও তারা এ রকম খেলার আয়োজন করবে বলে আমি আশা করছি।’
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।