ঢাবিতে শিক্ষার্থীকে আটকে মুক্তিপণ, দুজন বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বহিরাগত শিক্ষার্থীকে আটক করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া এরই মধ্যে তাঁদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নিকলেশ চন্দ্র কর পলাশ ও সুব্রত ভক্ত। তাঁরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র। এ ছাড়া ওই দিনের ঘটনায় ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী পলাশ সাহার সম্পৃক্ততার যে বিষয়টি এসেছিল- সেটি ভুল ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।
দুজনই জানান, নামে মিল থাকায় ভুলে পলাশ সাহার নামটি চলে আসে। কিন্তু ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না।
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ওই ঘটনার তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বান্ধবীর কাছে এলে বহিরাগত এক শিক্ষার্থীকে জিম্মি করে ১৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছিল ওই দুই শিক্ষার্থী।