কোটার দাবিতে আবারো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে আবারো খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের ব্যানারে সড়ক অবরোধ করেন তারা। গত বৃহস্পতিবারও একই দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছিলেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। পরে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।
দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী পরবর্তীতে আন্দোলন করা হবে। আমাদের পিতাদের সম্মান ফিরে পেতে এ আন্দোলন চলমান থাকবে।’
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করেন তারা।